শ্রীনগর, 9 জানুয়ারি : কেন্দ্র জানিয়েছে, পাকিস্তানের উসকানি সত্ত্বেও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে । ফলে উপত্যকার স্বাভাবিক ছবিটি আন্তর্জাতিক দলের কাছে তুলে ধরতে চেষ্টার ত্রুটি রাখেনি মোদি সরকার ৷ আজ ফের কাশ্মীরে আসছেন 16 জনের বিদেশি প্রতিনিধি দল ৷ সেখানে নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷ উপত্যকার নিরাপত্তা নিয়েও কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ বিদেশি প্রতিনিধিরা মূলত লাতিন অ্যামেরিকা ও আফ্রিকা থেকে আসছেন ৷
আজ শ্রীনগরে 16 জনের বিদেশি প্রতিনিধিদল
আজ ফের কাশ্মীরে আসছেন 16 জনের বিদেশি প্রতিনিধি দল ৷ সেখানে নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷
এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কেন্দ্রকে জানিয়েছেন তাঁরা কেন্দ্রশাসিত অঞ্চলে অন্য একটি দিনে যাবেন ৷ উপত্যকার অন্যতম মুখ যাঁরা এখনও পর্যন্ত গৃহবন্দী, তাঁদের সঙ্গে দেখা করার কথা EU প্রতিনিধিদের ৷ এঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি রয়েছেন ৷ আজ যে প্রতিনিধিদলের সদস্যরা শ্রীনগরে আসছেন, জম্মুতেও যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷ লেফটেনান্ট গভর্নর জিসি মুর্মুর সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷
সূত্র বলছে, বেশ কয়েকটি দেশের তরফে কেন্দ্রের কাছে কাশ্মীর সফর সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে ৷ সেক্ষেত্রে 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকার স্পষ্ট ছবি সামনে আসবে ৷ কাশ্মীর ইশুতে পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে দাবি জানিয়েছে, কূটনৈতিকভাবে সেই ইশুটি দেখতেই এই প্রচেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর আগেও ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যকে এনে কাশ্মীর সম্পর্কে ইতিবাচক ‘ধারণা’ প্রচারের বার্তা দিতে চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার । কিন্তু সেই প্রতিনিধি দলের সফরের বিরুদ্ধে রাজ্যে দফায় দফায় বিক্ষোভ এবং পরে কুলগামে জঙ্গি হামলায় পাঁচ বাঙালি শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে ৷