পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণে 7 বছর পর্যন্ত জেল হতে পারে

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ হলে, অপরাধীর ছ'মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে । পাশাপাশি পঞ্চাশ হাজার থেকে দু'লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে ।

ছবি
ছবি

By

Published : Apr 22, 2020, 4:20 PM IST

Updated : Apr 22, 2020, 4:35 PM IST

দিল্লি, 22 এপ্রিল : বেশ কয়েকদিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছিল । কোথাও কোরোনা সন্দেহে কাউকে কোয়ারান্টাইনে পাঠাতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা । কোথাও বা হাসপাতালে হেনস্থার শিকার হয়েছেন তাঁরা । এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । জানিয়ে দেওয়া হল, স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ ক্ষমার যোগ্য নয় । যদি কেউ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী উপর আক্রমণ করেন, তাহলে তা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে । ছ'মাস থেকে সাত বছর পর্যন্ত হতে পারে জেল ।

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, "এই পরিস্থিতিতে একদিকে যখন দেশের মানুষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্যালিউট জানাচ্ছেন, ঠিক তখনই একাংশ তাঁদের উপর চড়াও হচ্ছেন । মনে করছেন এই স্বাস্থ্যকর্মীরা ভাইরাস ছড়াচ্ছেন । কিন্তু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না । এক্ষেত্রে অপরাধীর ছ'মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি পঞ্চাশ হাজার থেকে দু'লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে । অপরাধ যদি গুরুতর হয়, তাহলে পাঁচ লাখ পর্যন্ত জরিমানা হতে পারে।"

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানান, 120 বছর পুরোনো এপিডেমিক অ্যাক্টে সংশোধনী এনে এই বিশেষ শাস্তির প্রণয়ন করা হচ্ছে । এই অর্ডিন্যান্স চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুরক্ষা প্রদান করবে । আপাতত এটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । অনুমোদন পেলেই দ্রুত কার্যকর করা হবে ।

উল্লেখ্য, দিন কয়েক ধরে দেশের নানা প্রান্ত থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণের নানা খবর সামনে এসেছে । এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা 23 এপ্রিল প্রতীকী প্রতিবাদ করবেন বলে শোনা যাচ্ছিল । ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ইন্ডিয়ান মেডিকল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন, জানাচ্ছে মন্ত্রক সূত্র ৷ বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে সরকারের ।

এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টুইটে জানান, কাজের জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মর্যাদা ও সুরক্ষা নিয়ে কোনওরকম আপোষ করা হবে না । আমাদের সকলের দায়িত্ব একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখা । আমি সুনিশ্চিত করছি যে, মোদি সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে সদা তৎপর । পাশাপাশি চিকিৎসকরা যে প্রতিবাদের কথা জানিয়েছেন তা পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি ।

Last Updated : Apr 22, 2020, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details