দিল্লি, 13 ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধির 'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যে উত্তাল লোকসভা ৷ মহিলাদের এভাবে অপমান করার জন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানায় BJP ৷ রাহুলের মন্তব্যের প্রতিবাদে সরব হন রাজ্যসভারও কয়েকজন সাংসদ ৷ শেষপর্যন্ত লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ পরে লোকসভা ও রাজ্যসভার শীতকালীন এই অধিবেশন হট্টগোলের মধ্যে শেষ হয় ৷
আজ লোকসভার অধিবেশনের শুরুতে রাহুলের মন্তব্যের বিরুদ্ধে সরব হন BJP সাংসদরা ৷ স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ বলেন, "ভারতের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে ৷ একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত ৷ দেশের মানুষের জন্য কি রাহুল গান্ধির এই বার্তা?"
রাহুল গান্ধিকে আক্রমণ করেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ বলেন, "আমরা দেশের কথা বলছি ৷ আর ওঁরা ধর্ষণের কথা বলছেন ৷ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজি মেক ইন ইন্ডিয়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন ৷ আর রাহুলজি বলছেন রেপ ইন ইন্ডিয়া ৷ তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের ধর্ষণ করার জন্য ৷ এটা ভারতমাতার অপমান ৷ ভারতীয় মহিলাদের অপমান ৷ কংগ্রেস তো পুরো দেশের ধর্ষণ করে দিয়েছে ৷"