পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সের - হাথরস ধর্ষণ

টাস্কফোর্সের দল এক কংগ্রেস নেতাকে নিয়ে জানতে চায় । তিনি হাথরসের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ।

Hathras
হাথরসের নির্যাতিতার বাড়িতে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্স

By

Published : Oct 27, 2020, 9:00 AM IST

হাথরস , 27 অক্টোবর : হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করল স্পেশাল টাস্কফোর্স । হাথরসের ঘটনার পর থেকে রাজ্যে জাতপাতের দ্বন্দ্ব নিয়ে যে অভিযোগ উঠছে সেই বিষয়ে তদন্ত করতে নেমেছে স্পেশাল টাস্কফোর্স । তদন্তের স্বার্থে গতকাল তারা নির্যাতিতার বাড়িতে যায় । নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে।

টাস্কফোর্সের দল এক কংগ্রেস নেতাকে নিয়ে জানতে চায় । তিনি হাথরসের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন । 16 অক্টোবর উত্তরপ্রদেশ সরকার বলেছিল, হাথরসের ঘটনায় উত্তরপ্রদেশে হিংসা উস্কে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কি না সেই বিষয়ে তদন্ত করবে স্পেশাল টাস্কফোর্স ।

উত্তরপ্রদেশ পুলিশ 7 অক্টোবর চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল । অভিযোগ , তারা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র সঙ্গে যুক্ত ছিল এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে শান্তি বিঘ্নিত করতে হাথরসে যাচ্ছিল ।

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও ধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-তে চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে 29 সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়৷

ABOUT THE AUTHOR

...view details