পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"রামরাজের নামে গুন্ডারাজ", সাংবাদিক খুনে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ রাহুলের - সাংবাদিক খুনে যোগী সরকারকে আক্রমণ রাহুলের

সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আজ সকালে মৃত্যু হয় তাঁর । তা নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ।

rahul
rahul

By

Published : Jul 22, 2020, 2:28 PM IST

দিল্লি, 22 জুলাই : গাজ়িয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । বলেন, উত্তরপ্রদেশের মানুষকে রামরাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিবর্তে তাঁরা পেয়েছেন গুন্ডারাজ । সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশও করেন তিনি ।

সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । তাঁকে মারধর করা হয় । পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আজ সকালে মৃত্যু হয় তাঁর ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লেখেন, "ভাইজির হেনস্থার প্রতিবাদ করার জন্য সাংবাদিক বিক্রম জোশিকে খুন হতে হল । তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা । রামরাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিবর্তে দেওয়া হয়েছে গুন্ডারাজ ।"

যদিও বিক্রমের উপর হামলার কারণ এখনও স্পষ্ট নয় । তবে পুলিশের প্রাথমিক অনুমান, ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR করাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে । ন'জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details