দিল্লি, 22 জুলাই : গাজ়িয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । বলেন, উত্তরপ্রদেশের মানুষকে রামরাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিবর্তে তাঁরা পেয়েছেন গুন্ডারাজ । সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশও করেন তিনি ।
সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । তাঁকে মারধর করা হয় । পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আজ সকালে মৃত্যু হয় তাঁর ।