পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা দায়ের উত্তরপ্রদেশ পুলিশের - রাহুল গান্ধি

গৌতম বুদ্ধ নগরের ইকোটেক ওয়ান পুলিশ স্টেশনে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেখানে তাঁদের সঙ্গে থাকা 150 জন কংগ্রেস নেতা-কর্মীরও নাম রয়েছে ।

case against rahul and priyanka
case against rahul and priyanka

By

Published : Oct 2, 2020, 7:45 AM IST

Updated : Oct 2, 2020, 8:08 AM IST

লখনউ, 2 অক্টোবর : হাথরস যাওয়ার পথে বারবার তাঁদের কনভয় আটকানো হয়েছিল । পরে হেঁটেই সেখানে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয় রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ অন্য কংগ্রেস নেতাদের । এবার তাঁদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ ।

গতকাল সকালে হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা । কিন্তু হাথরস ঢোকার আগে একাধিকবার তাঁদের আটকানো হয় । এরপর হেঁটে হাথরসে যেতে গেলে ফের বাধা দেয় পুলিশ । চলে বচসা । ধাক্কাধাক্কিতে পড়ে যান রাহুল গান্ধি । পরে তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ ।

রাতে গৌতম বুদ্ধ নগরের ইকোটেক ওয়ান পুলিশ স্টেশনে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেখানে তাঁদের সঙ্গে থাকা 150 জন কংগ্রেস নেতা-কর্মীরও নাম রয়েছে ।

রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি হাথরসের উদ্দেশে রওনা হওয়ার আগেই সেখানে 144 ধারা জারি করা হয় সেখানে । ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় সেখানে ঢোকার রাস্তা । তা নিয়ে প্রশাসনের বক্তব্য ছিল, রাজ্য পুলিশের কয়েকজন কোরোনায় আক্রান্ত । সেই জন্যই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । যদিও কংগ্রেসের দাবি, রাহুল ও প্রিয়াঙ্কাকে আটকাতেই এই ব্যবস্থা করা হয়েছে ।

15 দিন লড়াইয়ের পর 29 সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার । তাঁর জিভে গভীর ক্ষত ছিল । শিরদাঁড়া ভেঙে যাওয়ায় শ্বাস নিতে পারছিলেন না তিনি । পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা । এদিকে তাঁর মৃতদেহ পুলিশ জোর করে পুড়িয়ে দেয় বলেও অভিযোগ ।

Last Updated : Oct 2, 2020, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details