লখনউ, 5 অক্টোবর : হাথরসের ঘটনায় এখনও পর্যন্ত 19 টি মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ । এর মধ্যে রয়েছে দেশদ্রোহ, আন্তর্জাতিক স্তরে ষড়যন্ত্র ও ধর্মীয় হিংসায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর মামলাও । প্রসঙ্গত, গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, রাজ্যের উন্নয়নে যাদের সমস্যা হচ্ছে, তারাই হাথরসের ঘটনাকে ঘিরে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে । যোগীর এই মন্তব্যের চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই 19 টি মামলা রুজু করল পুলিশ ।
যে মামলাগুলি রুজু করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষে প্ররোচনা দেওয়া, ইলেকট্রনিক প্রমাণগুলির উপর কাটাছেঁড়া করা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির মামলা । পুলিশের ফের একবার অতিসক্রিয়তা । হাথরসের ঘটনাকে ঘিরে অন্য কোনও চক্রান্ত রয়েছে বলে মনে করছে সে-রাজ্যের প্রশাসন ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "হাথরসের ঘটনার পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে । আমরা তদন্ত করে সত্য তুলে ধরব ।"