পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জুয়ায় বাজি স্ত্রী, বন্ধুদের গণধর্ষণ করতে দিল ব্যক্তি - crime

জুয়ায় বাজি স্ত্রীকে গণধর্ষণ ৷ যুবতিকে গণধর্ষণ মত্ত স্বামীর বন্ধুদের ৷

জুয়ায় বাজি স্ত্রী, বন্ধুদের গণধর্ষণ করতে দিল ব্যক্তি

By

Published : Aug 2, 2019, 5:18 PM IST

Updated : Aug 2, 2019, 5:27 PM IST

লখনউ, 2 অগাস্ট : নেশার ঘোরে বন্ধুদের সঙ্গে জুয়াখেলায় স্ত্রীকে বাজি রেখেছিল উত্তরপ্রদেশের এক ব্যক্তি ৷ শুধু তাই নয়, জুয়াখেলায় হেরে যাওয়ায় বন্ধুদের হাতে তাঁকে তুলেও দিয়েছিল সে৷ আর সেই বন্ধুরা মিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

মদ্যপান করে সঙ্গীদের নিয়ে জুয়াখেলার আসর বসিয়েছিল ওই ব্যক্তি ৷ বাজি হেরে যাওয়ায় সম্বল বলতে ছিলেন শুধু স্ত্রী ৷ ফলে তাঁকেই বন্ধুদের হাতে তুলে দেয় সে ৷ আর গণধর্ষণের শিকার হতে হয় ওই যুবতিকে ৷ পরে থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি ৷ কিন্তু, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে আদালতে যান ৷ পরে আদালতের নির্দেশে জৌনপুরের জা়ফারাবাদ থানা ওই যুবতির স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ নেয় ৷

ওই যুবতির বক্তব্য, স্বামী, স্বামীর বন্ধু, স্বামীর তরফে এক আত্মীয় প্রায়ই বাড়িতে মদ ও জুয়ার আসর বসাত ৷ প্রতিবাদ করেও লাভ হয়নি ৷ বরং ধর্ষণের পর বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ক্ষমা চেয়ে ফিরতেও নাকি বলেছিলেন তাঁর স্বামী ৷ বাড়ি ফেরার পথে আরও একবার গণধর্ষণের শিকার হন বলেও তাঁর অভিযোগ ৷

Last Updated : Aug 2, 2019, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details