কানপুর, 12 জুলাই : সংঘর্ষ না কি ভুয়ো সংঘর্ষ ? কানপুরের ডন বিকাশ দুবে নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড়। এরই মধ্যে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে নিরাপত্তার চেয়ে আবেদন করলেন এক পুলিশকর্মী।
ভুয়ো সংঘর্ষে খুন হওয়ার আশঙ্কায় সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে কানপুরের এক পুলিশকর্মী - কানপুরে আটজন পুলিশ কর্মীকে হত্যার ঘটনা
উত্তরপ্রদেশের কানপুর আট পুলিশকর্মী হত্যার ঘটনায় এখনও পর্যন্ত বিকাশ দুবে ও তার ৬ সহযোগী পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে । সাতজনের ক্ষেত্রেই অভিযুক্তরা পুলিশ হেপাজত থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ ।
কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে ধরতে কানপুরে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল। অভিযোগ, গোপণ সেই অভিযানের খবর আগেই পৌঁছে গিয়েছিল বিকাশের দলের কাছে। অভিযান চলাকালীন নিহত হন আট পুলিশকর্মী, পালিয়ে যায় গ্যাংস্টার বিকেশ। এই ঘটনায় দুষ্কৃতী দলকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় কে কে শর্মা নামে এক সাব ইন্সপেক্টরকে । তাঁর অভিযোগ, যে মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সংক্রান্ত FIR-এ তাঁর নাম ছিল না।
বর্তমানে কানপুর দেহাতের মতি জেলে রয়েছেন কে কে শর্মা। আদালতে তাঁর আবেদন জেলের ভিতরেই তাঁকে জেরা করা হোক। আশঙ্কা, বাইরে নিয়ে গেলে তাঁর পরিণতিও বাকিদের মত হবে। নিজের পাশাপাশি স্ত্রী ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ধৃত পুলিশকর্মী। পাশাপাশি তদন্তভার CBI-কে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ।