দিল্লি, 1 অক্টোবর : সমস্ত উত্তরপ্রদেশজুড়ে চলছে 'জঙ্গলরাজ' । রাজ্যে কেন এমন পরিস্থিতি যোগী সরকারের কাছে জবাবদিহি দাবি কংগ্রেসের ।
উত্তরপ্রদেশে সীমাহীন 'জঙ্গলরাজ' চলছে, বলরামপুরের ঘটনায় প্রতিক্রিয়া কংগ্রেসের - Hathras gangrape victim
হাথরস, বলরামপুর একের পর এক অপহরণ, গণধর্ষণ ও খুনের ঘটনায় যোগী সরকারের কাছে জবাবদিহি দাবি কংগ্রেসের ।
হাথরসের পর উত্তরপ্রদেশের বলরামপুর । ফের দলিত যুবতিকে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ ৷ একের পর এক ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বলেন, "বেঁচে থাকাকালীন সম্মান দিতে পারেনি এমনকী মরে যাওয়ার পরও যোগ্য সম্মান দেয়নি ।" টুইটে কেন্দ্রীয় সরকারের "বেটি বাঁচাও, বেটি পড়াও" প্রকল্পের প্রসঙ্গ টেনে লেখেন, "BJP-র স্লোগান শিশুকন্যা বাঁচানো নয়, বরং সত্যকে লুকিয়ে ক্ষমতাবানদের বাঁচানো ।"
উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি জানান, হাথরসের মতো বলরামপুরেও দলিত যুবতিকে গণধর্ষণ করা হয়েছে । তার পা ভেঙে দেওয়া হয়েছে । বলেন, "আজমগড়, বাঘপেট, বুলান্দসারেও অনেক মেয়ে নির্যাতনের শিকার । উত্তরপ্রদেশে যে 'জঙ্গলরাজ' ছড়িয়েছে তার কোনও সীমা নেই । বিজ্ঞাপন বা বক্তৃতা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা যায় না । সময় এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে । "