পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গাজ়িয়াবাদে মেয়ের সামনে সাংবাদিককে গুলি, প্রকাশ্যে CCTV ফুটেজ - বিজয় নগর থানা

গতরাতে গাজ়িয়াবাদে এক সাংবাদিককে গুলি করে কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি CCTV-তে ধরা পড়ে ৷

সাংবাদিককে প্রকাশ্যে গুলি
সাংবাদিককে প্রকাশ্যে গুলি

By

Published : Jul 21, 2020, 11:51 AM IST

Updated : Jul 21, 2020, 1:13 PM IST

গাজ়িয়াবাদ, 21 জুলাই : গাজ়িয়াবাদে এক সাংবাদিককে গুলি করা হল ৷ CCTV ক্যামেরায় গতরাতের এই ঘটনা ধরা পড়ে ৷ সাংবাদিক বিক্রম জোশি তাঁর দুই মেয়ের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী প্রথমে তাঁকে হেনস্থা করে । পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তারা ৷ মাথায় গুলি লাগায় গুরুতর জখম হন তিনি ৷ বর্তমানে শহরেরই একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷

মূল অভিযুক্ত সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সকলেই বিক্রম জোশির পরিবারের পরিচিত বলে পুলিশ সূত্রে খবর ৷

গাজ়িয়াবাদের বিজয় নগর এলাকার একটি রাস্তার CCTV ফুটেজে দেখা যায়, যখন বিক্রম জোশির উপর হামলা করা হয় তখন তিনি তাঁর দুই মেয়ের সঙ্গে বাইকে ছিলেন ৷ ফুটেজে দেখা যায়, এক দল দুষ্কৃতী হঠাৎই বাইকটি ঘিরে ফেলে ৷ তারপর তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি মারতেও থাকে ৷ বাইকটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুই শিশুকে পালিয়ে যেতে দেখা যায় ৷ তবে ভিডিয়োটিতে গুলি চালানোর বিষয়টি পরিষ্কার দেখা যায়নি ৷ বিক্রমবাবুকে দুষ্কৃতীরা টেনে হিঁচড়ে একটি গাড়ির সামনে নিয়ে আসে ৷ তারপর ঘটনাস্থান থেকে পালানোর আগে ফের তাঁকে ধাক্কা দেয় ৷

রাস্তায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিক্রম জোশি ৷ দুষ্কৃতীরা পালিয়ে গেলে মেয়েদের তাঁর কাছে ছুটে আসতে দেখা যায় এবং কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায় ৷ ফুটেজে দেখা যায়, মেয়ে দু'টি রাস্তার ধারে বাবার কাছে বসে রয়েছে এবং গাড়ি ও ওই রাস্তা দিয়ে যাওয়া মানুষকে দাঁড় করানোর চেষ্টা করছে ৷ তখনই কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসে ৷

প্রকাশ্যে সাংবাদিককে আক্রমণের CCTV ফুটেজ

গতরাতে সাড়ে 10টা নাগাদ সাংবাদিক বিক্রম জোশির উপর এই হামলা চালানো হয় ৷

পুলিশ অফিসার কালানিধি নৈথনি বলেন, "বিজয় নগরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা একজন সাংবাদিকের উপর হামলা চালায় ৷ এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷"

কয়েকদিন আগে তাঁর ভাইঝিকে কয়েকজন হেনস্থা করেছিল বলে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই সাংবাদিক ৷ সেই ঘটনার জেরে এই হামলা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

Last Updated : Jul 21, 2020, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details