লখনউ, 28 মার্চ : লকডাউনে দেশের বিভিন্ন সীমান্তে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে বাসের ব্য়বস্থা করল উত্তরপ্রদেশ সরকার । মোট 1000টি বাসের কন্ডাক্টর ও চালকের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে । ওই শ্রমিকদের আনতে ইতিমধ্যেই তারা গন্তব্যে রওনা দিয়েছে ।
কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন । এর ফলে দেশের বিভিন্ন প্রান্তেই আটকে পড়েছে বহু শ্রমিক, ব্যবসায়ী । নিজের রাজ্যের মানুষগুলোকে ঘরে ফেরাতে পদক্ষেপ করছে রাজ্য সরকার । তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে খাদ্য ও চিকিৎসারও । যাতে কোরোনার সংক্রমণ না বাড়ে । তার ব্যবস্থাও করা হয়েছে । আজ নয়ডা, গাজ়িয়াবাদ, বুন্দেলশহর, আলিগড়ের মতো জায়গায় আটকে পড়া রাজ্যের শ্রমিকদের জন্য তাই 1000 টি বাসের বন্দোবস্ত করল যোগী সরকার ।