ফরিদাবাদ ও লখনউ, 8 জুলাই : কানপুরে 8 পুলিশকর্মীর হত্যায় অভিযুক্ত দুষ্কৃতী বিকাশ দুবের দেখা মিলল ফরিদাবাদের একটি হোটেলে ৷ যদিও পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় সে ৷ অন্যদিকে আজ সকালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী অমর দুবের ৷
উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গতকাল সন্ধেয় জানতে পারে, বিকাশ দুবে ফরিদাবাদের একটি হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ সেইমতো উত্তরপ্রদেশ পুলিশ সমস্ত তথ্য ফরিদাবাদ পুলিশকে দেয় ৷ এরপরই ফরিদাবাদ পুলিশ ওই হোটেলে গিয়ে বিকাশ দুবের খোঁজ শুরু করে ৷ কিন্তু, পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বিকাশ দুবে ৷ তবে, তার তিন সহযোগীকে ওই হোটেল থেকে আটক করা হয়েছে ৷
উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মারা যাওয়ার ভয় পাচ্ছে বিকাশ ৷ সেই ভয়েই ফরিদাবাদের ওই হোটেলে লুকিয়েছিল বিকাশ এবং দিল্লির আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছিল ৷ এমনই মনে করছেন অনেকে। দু'ঘণ্টার জন্য ফরিদাবাদের ওই হোটেলে অভিযান চালায় STF ৷ পাশাপাশি বিকাশের সহযোগীদের জিজ্ঞাসাবাদও করে ৷ ইতিমধ্যে গুরুগ্রাম পুলিশ হরিয়ানার সীমানা সিল করে দিয়েছে ৷ বর্তমানে হরিয়ানা পুলিশ ওই হোটেলের আশপাশের এলাকার CCTV ফুটেজে খতিয়ে দেখছে ৷