মুজ়ফ্ফরনগর, 22 অক্টোবর : সাধারণত খোরপোষ হিসেবে স্ত্রী'কেই টাকা দিতে হয় স্বামীকে । এক্ষেত্রে বিষয়টি ঠিক বিপরীত । স্ত্রী'ই স্বামীর রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে টাকা দেবেন । এমনই রায় শোনালো উত্তরপ্রদেশের একটি পারিবারিক আদালত ।
ওই মহিলা একজন সরকারি পেনশন ভোগী । স্বামীকে প্রতি মাসে রক্ষণাবেক্ষণের টাকা দিতে হবে । পারিবারিক আদালতের তরফে এই রায় শোনানো হয় ।