পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'প্রিয়াঙ্কা টুইটার বঢরা,' কটাক্ষ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর - প্রিয়াঙ্কা গান্ধিকে কটাক্ষ

গতকালই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াঙ্কা ও রাহুলকে ইতালি প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেছিলেন । আজ প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে কটাক্ষ উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর ।

tweet controversy
tweet controversy

By

Published : Jun 7, 2020, 10:54 AM IST

লখনউ, 7 জুন : যোগীরাজ্যে নিশানায় প্রিয়াঙ্কা । সোশাল মিডিয়া তাঁকে 'বিশিষ্ট জাতীয় নেত্রী' হিসাবে উল্লেখ করলেও নেত্রী হিসেবে তিনি ব্যর্থ । এই ভাষাতেই শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে এক কথায় বিদ্রূপ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য । তাঁর কথায়, "2019 সালের নির্বাচনে আমেথি থেকে নিজের ভাই ও দলের তৎকালীন সভাপতি রাহুল গান্ধির জয়টাও নিশ্চিত করতে পারেননি তিনি । তবে সোশাল মিডিয়ায় সর্বদা সক্রিয় থাকেন প্রিয়াঙ্কা ।"

রাজ্য রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধির প্রভাব সম্পর্কে কেশব প্রসাদ মৌর্য বলেন, "আমি ওঁকে গুরুত্ব দিই না । আমরা ওঁর নাম রেখেছি, 'প্রিয়াঙ্কা টুইটার বঢরা' । তিনি কেবল 2-3 দিনের জন্য টুইট করেন আর মিডিয়া তাতেই ব্যস্ত হয়ে পড়ে ।"

"তবে সবাই জানেন যে, নিজের ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েই 2019-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে প্রচারে উত্তরপ্রদেশে এসেছিলেন তিনি । তবে, তার জয় নিশ্চিত করতে পারেননি", কটাক্ষ কেশব প্রসাদ মৌর্যের ।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তরপ্রদেশে নিজেদের ভিত্তি হারাতে বসেছে কংগ্রেস এবং কেবল মুখ দেখাতে চান এমন ব্যক্তি বাদে তাদের আর কোনও নেতা নেই । তিনি বলেন, "কেবল আলোচনার কেন্দ্রে থাকার জন্যই প্রিয়াঙ্কা যোগী আদিত্যনাথের সমালোচনা করেন এবং একটি বিজেপি-শাসিত রাজ্যকে 'নেতিবাচক দৃষ্টিকোণ' থেকে দেখেন তিনি ।"

কোরোনা ভাইরাসের জেরে লকডাউন চলাকালীন উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধির একটি টুইটের পাল্টা কেশব প্রসাদ মৌর্য বলেন, "মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান ও ছত্তিশগড়ে কী ঘটছে তা দেখতে চায় না কংগ্রেস । ওরা 'দৃষ্টি দোষ'-এ আক্রান্ত । রাহুল বা প্রিয়াঙ্কা যে-ই হোন, কংগ্রেস নেতাদের সঠিকভাবে চোখের পরীক্ষা করান উচিত । BJP শাসিত রাজ্য হওয়ায় যদি তাঁরা সবকিছুই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চান, তবে এর কোনও প্রতিকার নেই । আমি কেবলমাত্র তাঁদের পরামর্শ দিতে পারি যে, একজন ভালো ডাক্তার দেখান এবং ভালো মানের চশমা পরুন ।"

ABOUT THE AUTHOR

...view details