পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 218.50 কোটি টাকার অনুদান যোগী আদিত্যনাথের - স্বনির্ভর গোষ্ঠীদের 218.50 কোটি টাকার অনুদান যোগী আদিত্যনাথের

স্বনির্ভর গোষ্ঠীগুলির পাশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । দিলেন অনুদান ।

যোগী
যোগী

By

Published : May 21, 2020, 8:38 PM IST

লখনউ, 21 মে : আজ অনলাইনে 31 হাজার 938টি স্বনির্ভর গোষ্ঠীর জন্য সম্প্রদায় বিনিয়োগ তহবিলে 218.50 কোটি টাকা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গেও কথা বলেন তিনি।

আদিত্যনাথ বলেন, "এই ভাইরাসের চেইনটা আমাদের ভাঙতে হবে । আমাদের ফ্রন্টলাইনের কর্মীরা প্রতিনিয়ত এর জন্য কাজ করে চলেছে । সাধারণ মানুষ, ব্যবসায়ী ও কোরোনা যোদ্ধা-সহ মানুষ বাইরে কাজ করে চলেছে । তাদের মাস্ক দেওয়ার জন্য মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি সমানে কাজ করে চলেছে । কোনও কোনও গোষ্ঠী আবার PPE কিটও তৈরি করছে ।"

তিনি আরও বলেন, "তারা খুব ভালো কাজ করছে । আর একটু গাইড ও উৎসাহ পেলে তারা যেকোনও কিছু করতে পারবে । আমি আজ তাদের সঙ্গে কথা বলেছি । আমার মনে হয়েছে তারা অনেক দূর এগোবে ।" আজ সকালে উত্তরপ্রদেশ স্টার্টআপ তহবিল চালু করেন যোগী আদিত্যনাথ । তারপরই ভারতের ছোটো শিল্প উন্নয়ন ব্যাঙ্কে (SIDBI) 15 কোটি টাকার প্রথম কিস্তি দেন তিনি ।

কেন্দ্রীয় সরকার একটি স্টার্টআপ ইন্ডিয়া পোর্টাল চালু করেছে । সেখানে ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে ডিজ়াইন তৈরির চিন্তাভাবনা সম্পর্কিত বিষয়গুলিতে তরুণ উদ্যোক্তাদের জন্য অনলাইনে কোর্স করানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details