পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 19, 2019, 6:49 PM IST

Updated : Jul 19, 2019, 10:14 PM IST

ETV Bharat / bharat

যোগীর দপ্তরে এবার থেকে অর্ধেক গ্লাস জল !

জল অপচয় রুখতে সচিবালয়ে অর্ধেক গ্লাস জল বরাদ্দের নির্দেশিকা যোগী সরকারের ৷

ফাইল ফোটো

লখনউ, 19 জুলাই : তেষ্টা পেলেও প্রথমে পাওয়া যাবে না গ্লাস ভরতি জল ৷ মিলবে আধ গ্লাস ৷ দরকারে আবার পেতে পারেন জল ৷ অপচয় রুখতে এবার এমনই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার ৷

কেন এমন নির্দেশিকা? রাজ্যের মুখ্যসচিব প্রদীপ দুবের মন্তব্য, দেখা যায় গ্লাস ভরতি জল অনেকেই খান না৷ জল নষ্ট করেন৷ আর সে জন্যই এমন পদক্ষেপ ৷

চেন্নাই, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকসহ দেশের একাধিক জায়গায় কমছে ভূগর্ভস্থ জলের স্তর ৷ তালিকায় রয়েছে উত্তরপ্রদেশও ৷ ফলে জল সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ করেছে রাজ্য সরকারগুলি ৷ এবার অভিনব পদক্ষেপ যোগী সরকারের ৷ নির্দেশিকা অনুযায়ী আজ থেকে উত্তরপ্রদেশের সচিবালয়ে প্রত্যেকের জন্য গ্লাসে থাকবে অর্ধেক জল ৷ কারও তার থেকে বেশি লাগলে তাঁকে পরে আবার জল দেওয়া হবে ৷

Last Updated : Jul 19, 2019, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details