পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উন্নাওয়ে আরও এক ধর্ষিতার মৃত্যু - Unnao victim died

চিকিৎসা চলাকালীন মৃত্যু হল উন্নাওয়ের এক ধর্ষিতার । আজ কানপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

rape
ছবিটি প্রতীকী

By

Published : Dec 21, 2019, 9:39 PM IST

Updated : Dec 21, 2019, 10:40 PM IST

কানপুর, 21 ডিসেম্বর : উন্নাওয়ে মৃত্যু হল আরও এক ধর্ষিতার ৷ অভিযুক্ত আগাম জামিন পাওয়ায় গায়ে আগুন লাগিয়েছিলেন বছর তেইশের ওই যুবতি ৷ আজ কানপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

2 অক্টোবর অবধেশ সিং এবং আরও তিনজনের বিরুদ্ধে ধর্ষণ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন ওই যুবতি ৷ অভিযোগে যুবতি লেখেন, তিনি এবং অবধেশ এই গ্রামের বাসিন্দা ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত 10 বছর ধরে তাঁকে যৌন নিগ্রহ করেছে অবধেশ ৷ টাকার জন্য তাঁকে ব্ল্যাকমেল করেছে ৷ অভিযোগে যুবতি আরও লেখেন, "আমি তাকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে ৷ এবং আমাকে খুনের হুমকি দেয় ৷ আমার অভিযোগ আমি সংশ্লিষ্ট থানা, জেলাশাসক এবং পুলিশ সুপারকে দিয়েছি ৷ কিন্তু, FIR নেওয়া হয়নি ৷ 30 সেপ্টেম্বর অবধেশ তিনজনকে নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে খুনের চেষ্টা করে ৷ এরা যেকোনও সময় আমাকে খুন করতে পারে ৷ এবং সমঝোতার জন্য আমাকে চাপ দিচ্ছে ৷"

চারজনের বিরুদ্ধে ধর্ষণ এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের হয় ৷ এরপর হাইকোর্টে মামলার শুনানির সময় অভিযুক্তদের আইনজীবী বলেন, এর আগে 2009 সালে ওই যুবতির পরিবার টাকার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিল ৷ বছর পঁচিশের অবধেশ এলাহাবাদ হাইকোর্ট থেকে 28 নভেম্বর আগাম জামিন পায় ৷

অভিযুক্ত জামিন পাওয়ায় 16 ডিসেম্বর উন্নাওয়ের SP-র অফিসের বাইরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগায় ওই যুবতি ৷ পুলিশকর্মীরা আগুন নিভিয়ে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাঁকে কানপুরের হলেট হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর দেহের 70 শতাংশ পুড়ে গেছিল ৷ আজ সন্ধেয় ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

এর আগে 6 ডিসেম্বর উন্নাওয়ের এক নির্যাতিতার মৃত্যু হয় ৷ 5 ডিসেম্বর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল পাঁচ দুষ্কৃতী ৷ তার মধ্যে 2 জন ওই যুবতিকে ধর্ষণে অভিযুক্ত ৷ কয়েকদিন আগেই জামিনে ছাড়া পেয়েছিল তারা ৷

Last Updated : Dec 21, 2019, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details