উন্নাও (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর : পুড়ে গেছে দেহের বেশকিছু অংশ । সাহায্যের জন্য চিৎকার করতে করতে রাস্তায় ছুটছেন তিনি । পরে এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন । ঘটনাস্থানে পৌঁছায় অ্যাম্বুলেন্স । নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিহার থানা এলাকার সিন্দুপুরের স্থানীয়রা এবং এক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে এসেছে এমনই তথ্য । হাসপাতালে আসার পর চিকিৎসকরা জানান, দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে । বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যুবতিকে ।
ম্যাজিস্ট্রেটকে পুরো ঘটনার বিবৃতি দিয়েছেন নির্যাতিতা । বিবৃতিতে পাঁচজনের নাম নিয়েছেন তিনি । জানিয়েছেন, প্রথমে তাঁকে মারধর করা হয় ৷ পরে ছুরি মারা হয় । শেষমেশ গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা ।
আজ সকালেই এই নৃশংস ঘটনাটি ঘটে । জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতির উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থান থেকে যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷