পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উন্নাও ধর্ষণ মামলা : 16 ডিসেম্বর কুলদীপ সেঙ্গারদের বিরুদ্ধে রায়

16 ডিসেম্বর উন্নাওয়ে অপহরণ করে ধর্ষণের মামলায় রায়দানের দিন ধার্য করলেন বিচারক ধর্মেশ শর্মা ৷ মামলায় গতকালই CBI-এর তরফে যাবতীয় যুক্তি আদালতে পেশ করার প্রক্রিয়া শেষ করা হয় ৷ অভিযুক্তর পক্ষেরও যাবতীয় সাক্ষীর বয়ান ক্যামেরাবন্দী করার প্রক্রিয়া শেষ হয় 2 ডিসেম্বর ৷

unnao rape
কুলদীপ সিং সেনগর

By

Published : Dec 10, 2019, 10:44 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : উন্নাওয়ে অপহরণ করে ধর্ষণের মামলায় রায়দান স্থগিত রাখল আদালত ৷ আগামী সপ্তাহ পর্যন্ত এই মামলায় রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল দিল্লি আদালত ৷ প্রসঙ্গত, 2017 সালে নির্যাতিতাকে অপহরণ করে ধর্ষণের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷

16 ডিসেম্বর এই মামলার রায়দানের দিন ধার্য করলেন বিচারক ধর্মেশ শর্মা ৷ মামলায় গতকালই CBI-এর তরফে যাবতীয় যুক্তি আদালতে পেশ করার প্রক্রিয়া শেষ করা হয় ৷ অভিযুক্তের পক্ষেরও যাবতীয় সাক্ষীর বয়ান ক্যামেরাবন্দী করার প্রক্রিয়া শেষ হয় 2 ডিসেম্বর ৷

2017 সালে যে সময়ে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল সেই সময়ে নাবালিকা ছিলেন নির্যাতিতা ৷ ঘটনায় অভিযুক্ত সন্দেহে শশী সিং নামে আরও একজনের বিরুদ্ধেও মামলা রজু হয় ৷ অপহরণ করে ধর্ষণের মামলায় আগামী সপ্তাহেই রায় জানাবে আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details