রায়বরেলি, 28 জুলাই : পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাও গণধর্ষণের অভিযোগকারিণী । মারা গেছেন তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই কাণ্ডের অন্যতম সাক্ষী । আজ সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই কেসের আইনজীবীও ।
2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে ওই কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারিণী ও তার মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে লক-আপের মধ্যে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ ওঠে, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছেন ।