- অসমে একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 272 জন । এনিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 90 হাজার 740 ।
- হরিয়ানায় 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 1 হাজার 96 জন ।
লাইভ : অসমে একদিনে কোরোনায় আক্রান্ত 1,272 জন - আনলক আপডেট দেশ
আনলক
06:19 August 24
বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷
06:04 August 24
- কোরোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মথুরা জেলা সংশোধনাগারের 24 জন বন্দী । এরপরই সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে 500-র বেশি বন্দীকে কোয়ারানটিনে পাঠানো হয় ।