পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাইভ : দেশে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 62 হাজার

Unlock
Unlock

By

Published : Aug 30, 2020, 6:45 AM IST

06:22 August 30

সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলকের চতুর্থ পর্যায় । মেট্রো চলাচলে অনুমতি দিয়েছে কেন্দ্র । তবে এখনও বন্ধ থাকবে সিনেমা হল, বিনোদন পার্ক । এই মুহূর্তে আনলক-3 এর প্রায় শেষ প্রান্তে দেশ । আক্রান্তের সংখ্যা 34 লাখ ছাড়িয়েছে । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । এরপর আনলক-4'এ সংক্রমণ কী পর্যায়ে যাবে, সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন ।

  • অনুমতি দেওয়া হয়েছে সব ধরনের সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয়-রাজনৈতিক অনুষ্ঠানেও ।
  • তবে অনুষ্ঠানে 100 জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়েছে আনলক 4-এর নির্দেশিকায় ।

06:21 August 30

  • 7 সেপ্টেম্বর থেকে চলবে মেট্রো রেল ।
  • 21 সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জ়োনের অভিভাবকরা লিখিত অনুমতি দিলে স্কুলে যেতে পারবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ।

06:21 August 30

  • প্রকাশিত আনলক 4 -এর নির্দেশিকা ।

06:20 August 30

  • 28 অগাস্ট পর্যন্ত মোট 4 কোটি 4 লাখ 6 হাজার 609 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

06:19 August 30

  • 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 21 জনের ।
  • মোট 62 হাজার 550 জনের কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।

06:19 August 30

  • দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 76 হাজার 472 জন ।
  • এখনও পর্যন্ত আক্রান্ত 34 লাখ 63 হাজার 973 জন ।

06:04 August 30

  • টানা তিনদিন 75 হাজারের বেশি সংক্রমণ । 
  • আক্রান্তের সংখ্যা 34 লাখ ছাড়াল ।

ABOUT THE AUTHOR

...view details