পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আনলক 5.0 : খুলতে পারে সিনেমাহল, টুরিজ়ম সেক্টর - কোভিড 19

আনলক 5 পর্বে আরও কিছুক্ষেত্রে ছাড়ের সম্ভাবনা । খুলতে পারে সিনেমাহল, পর্যটনস্থান ।

Unlock 5.0
Unlock 5.0

By

Published : Sep 28, 2020, 9:36 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : চতুর্থ দফার আনলক পর্ব প্রায় শেষের মুখে । জল্পনা শুরু আনলক স্টেজ 5 নিয়ে । মনে করা হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে আরও কিছুক্ষেত্রে ছাড়ের ঘোষণা করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক ।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মেট্রো চালানোর অনুমতি দেওয়া হয়েছিল । বলা হয়েছিল, আগামীদিনে কনটেনমেন্ট এলাকার বাইরে বেশ কিছুক্ষেত্রে নিয়ম শিথিলের কথা ।

সম্প্রতি 7 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয়ভাবে লকডাউন বা কার্ফু জারির বদলে মাইক্রো কনটেনমেন্ট এলাকা নির্দিষ্ট করার উপর জোর দিয়েছেন ।

যদিও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার আগামীমাস থেকেই রাজ্যে সিনেমাহল খোলার কথা ঘোষণা করেছে ।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ছাড়ের সম্ভাবনা রয়েছে আনলক 5 পর্বে :

আর্থিক ক্ষেত্রে :

সেপ্টেম্বরেই রেস্তরাঁ, শপিং মল, জিম, স্যালোঁ খোলার অনুমতি দেওয়া হয়েছিল । অক্টোবরে আরও কিছুক্ষেত্রে সামাজিক দূরত্ববিধি মেনে নিয়ম শিথিলের সম্ভাবনা রয়েছে ।

কোরোনা মোকাবিলায় লাগু লকডাউন বা কনটেনমেন্ট এলাকা ঘোষণার জেরে যাতে দেশের অর্থনৈতিক কার্যকলাপ কোনওভাবে ব্যাহত না হয় তার দিকে বিশেষ নজর দিতে রাজ্যগুলিকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলেছেন, "আমাদের পরীক্ষা ও চিকিৎসার উপর জোর দিতে হবে ।"

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের বার বার অনুরোধ সত্ত্বেও সেপ্টেম্বরে সিনেমাহল খোলার অনুমতি দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক । শুধুমাত্র ওপেন এয়ার থিয়েটারের অনুমতি দিয়েছিল । যদিও তথ্য-সংস্কৃতি মন্ত্রকের সচিব অমিত খেরে গতমাসে সিনেমাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে কী ভাবে বসার আয়োজন করা যেতে পারে সেই সংক্রান্ত একটি ফর্মুলা স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিলেন ।

দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম যেখানে অক্টোবরের 1 তারিখ থেকে সিনেমাহল বা যে কোনও রকমের শো 50 জন দর্শকের উপস্থিতিতে চালুর কথা ঘোষণা করা হয়েছে ।

পর্যটন ক্ষেত্রে :

দীর্ঘ 5 মাস পর অক্টোবর থেকে পর্যটন ক্ষেত্রে নিয়ম শিথিলের সম্ভাবনা । পর্যটকদের জন্য খুলতে পারে পর্যটন স্থানগুলির দরজা । সম্প্রতি উত্তরাখণ্ড সরকার COVID- 19 নেগেটিভ রিপোর্ট বা ইনস্টিটিউশনাল কোয়ারানটিন ছাড়াই পর্যটকদের রাজ্যে প্রবেশের অনুমতি দিয়েছে ।

শিক্ষা ক্ষেত্রে :

ইতিমধ্যেই ক্লাস ইলেভেন, টুয়েলভের ক্লাস শুরু হয়েছে । মনে করা হচ্ছে এটাই চলবে । যদিও প্রাইমারি ক্লাসের পঠন-পাঠন অনলাইনে যেমন চলছিল সে ভাবেই চলার সম্ভাবনা রয়েছে ।

কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে । নতুন শিক্ষাবর্ষের পঠন-পাঠন আপাতত অনলাইনেই চলার সম্ভাবনা রয়েছে ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 60 লাখ ছাড়িয়েছে । গত 12 দিনে 10 লাখ মানুষ আক্রান্ত হয়েছে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 82, 170 জন ।

ABOUT THE AUTHOR

...view details