দিল্লি, 21 সেপ্টেম্বর: দেশজুড়ে চলছে আনলক 4 । আর আজ থেকে হিমাচল প্রদেশ সহ কয়েকটি রাজ্যে আজ থেকে আংশিকভাবে খুলল স্কুল ।
নাইন থেকে টুয়েলভের পড়ুয়ারা চাইলে স্কুলে যেতে পারবে শিক্ষক-শিক্ষিকাদের থেকে পড়া বুঝতে । তবে তা বাধ্যতামূলক নয় । স্কুলে যেতে হলে অভিভাবকদের লিখিত অনুমতি ও সম্মতিপত্র লাগবে ।
স্কুলগুলিতে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বেশকিছু নিয়মবিধি মানতে হবে ।
1. শারীরিক দূরত্ববিধি মানতে হবে । কমপক্ষে পারস্পরিক ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে ।
2. ফেস কভার/ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ।