দিল্লি, 29 অগাস্ট : আনলক 4 -এর গাইডলাইন প্রকাশিত হল । 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু করার ছাড়পত্র দিল কেন্দ্র । অনুমতি দেওয়া হয়েছে সব ধরনের সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয়-রাজনৈতিক অনুষ্ঠানেও । তবে অনুষ্ঠানে 100 জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়েছে আনলক 4-এর গাইডলাইনে ।
30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাভাবিক পঠন-পাঠন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । তবে 21 সেপ্টেম্বর থেকে বেশ কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে নিয়ম । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে 21 সেপ্টেম্বর থেকে 50 শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার অনুমতি দিতে পারে । পাশাপাশি, কনটেনমেন্ট জ়োনের বাইরে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ুয়ারা প্রয়োজন হলে স্বেচ্ছায় স্কুলে যেতে পারে বলেও জানানো হয়েছে নতুন গাইডলাইনে । তবে সেক্ষেত্রে অভিভাবকদের লিখিত অনুমতি লাগবে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই সংক্রান্ত SOP দ্রুত প্রকাশ করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ।
আনলকের চতুর্থ পর্যায়ে সুইমিং পুল ও বিভিন্ন প্রেক্ষাগৃহও বন্ধ রাখতে বলা হয়েছে । তবে মুক্ত মঞ্চগুলিতে অনুষ্ঠান করা যাবে । আনলকের চতুর্থ পর্যায় কার্যকর থাকবে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত । নতুন নিয়ম অনুযায়ী, কনটেনমেন্ট জ়োনগুলির বাইরে লকডাউন না করার জন্য অনুরোধ করা হয়েছে রাজ্যগুলিকে ।