লখনউ, 9 জুন : আনলকের প্রথম দফায় শিথিল হচ্ছে নিয়ম ৷ খুলছে শপিংমল থেকে রেস্তরাঁ ৷ গতকাল উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি বৈঠক করেন শপিং মল এবং রেস্তরাঁর মালিক, রাজ্য এবং জেলা প্রশাসক আধিকারিক এবং পুলিশ আধিকারিকের সঙ্গে ৷ তিনি মল বা রেস্তরাঁর মালিকদের শপিং কমপ্লেক্স বা রেস্তরাঁ খোলার যে সরকারি নির্দেশিকা আছে, সেগুলিকে মেনে চলার আবেদন জানান ৷ এছাড়াও নয়ডা-দিল্লি বর্ডারের যানজট সমস্যার সমাধান করতে তিনি নির্দেশ দেন ৷
উচ্চপর্যায়ের এই বৈঠকে , মুখ্যসচিব উপস্থিত প্রশাসনিক অধিকর্তাদের নির্দেশ দেন, সরকারের বেঁধে দেওয়া নিয়ম যাতে বিশেষভাবে মানা হয় , সেইদিকে নজর রাখতে ৷ পাশাপাশি দেখতে হবে যে সবাই যেন মাস্ক পরে, সামাজিক দূরত্বকে বজায় রেখে সামাজিক কাজ করেন ৷ অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তি এই কথা জানান ৷