পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাইরে থেকে দেখা যাচ্ছে শৌচাগারের ভিতর !

শৌচালয়ের দেওয়াল স্বচ্ছ কাচের ! জাপানের পার্কে এই ধরনের শৌচালয় অনেকেই ব্যবহার করছেন ৷ এবং বেশ জনপ্রিয়ও সেটি । দেওয়াল স্বচ্ছ কাচের সত্ত্বেও কীভাবে ব্যবহার করছেন তাঁরা ?

jana ajana
jana ajana

By

Published : Aug 20, 2020, 4:05 PM IST

শৌচাগার ৷ আর তার দেওয়াল স্বচ্ছ কাচের ! ভাবতে পারেন ? অন্তত এইক্ষেত্রে গোপনীয়তাই পছন্দ করেন সবাই । সেখানে বাইরে থেকে দেখা যাবে শৌচাগারের ভিতরের অংশ । এইরকম শৌচাগার ব্যবহার করতে পারবেন? কিন্তু জাপানের পার্কে তো অনেকেই ব্যবহার করছেন ৷ এবং বেশ জনপ্রিয়ও সেটি । কী ভাবছেন, তাঁরা গোপনীয়তা নিয়ে চিন্তিত নন ? অবশ্যই চিন্তিত, তবে কীভাবে ব্যবহার করছেন তাঁরা ?

জাপানের শিগেরু বান আর্কিকেক্টস নামে একটি সংস্থা এই শৌচাগারগুলির নকশা করেছে । ইয়োইয়োগি ফুকামাচি মিনি পার্ক এবং হারু-নো-ওগাওয়া কমিউনিটি পার্কে তৈরি হয়েছে এইরকম শৌচাগার । অনেকেই শৌচাগারের সামনে যাচ্ছেন, স্বচ্ছ দেওয়াল দেখে ভাবছেন ঢুকবেন কি না । কিন্তু শেষে ঢুকেই যাচ্ছেন ভিতরে ।

সাধারণত কোনও শৌচাগারে ঢোকার আগে দু'টি বিষয় চিন্তা করেন মানুষ । সেটি পরিষ্কার কি না এবং ভিতরে কেউ রয়েছে কি না । এই বিশেষ শৌচাগারের ক্ষেত্রে এই দু'টি বিষয় নিয়ে ভাবতেই হচ্ছে না তাঁদের । কারণ বাইরে থেকেই তো সব স্পষ্ট দেখা যাচ্ছে । তবে দরজা বন্ধ হওয়ার আগে পর্যন্ত...

চমকালেন ? এইখানেই তো আসল ম্যাজিক । যে 'স্মার্ট কাচ' দিয়ে এই শৌচাগার তৈরি তার একটা বিশেষত্ব আছে । যতক্ষণ তার ভিতরে কেউ নেই, শৌচাগারের কাচের দেওয়াল স্বচ্ছ থাকবে । বাইরে থেকে ভিতরের অংশ স্পষ্ট দেখা যাবে । কিন্তু শৌচাগারের ভিতর কেউ প্রবেশ করে দরজা লক করলেই ঝাপসা হয়ে যাবে সেই কাচের দেওয়াল । অর্থাৎ বাইরে থেকে আর কিছু দেখা যাবে না । আবার দরজা আনলক করলেই যে কে সেই ।

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল জাপানের শৌচালয়ের এই নতুন বিশেষত্ব । সন্ধ্যায় শৌচাগারের আলোয় মোহময় হয়ে উঠছে চারপাশ । মনে হচ্ছে একাধিক 'আলো-ঘর' পাশাপাশি ৷

ABOUT THE AUTHOR

...view details