পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আল-কায়দা জঙ্গিকে ভারতে ফেরাল অ্যামেরিকা - জঙ্গিকে ভারতে ফেরাল আমেরিকা

আলকায়দার সদস্য সন্ত্রাসবাদী মহম্মদ ইব্রাহিম জুবিরকে ভারতে ফেরাল আমেরিকা। গত 19 মে-তে বিশেষ বিমানে তাঁকে ফেরানো হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে তাঁকে অমৃতসরে কোয়ারানটিনে রাখা হয়েছে।

US deports al- Qaeda terrorist to India
দিল্লি

By

Published : May 22, 2020, 6:04 PM IST

দিল্লি, 21 মে: আল কায়দার সদস্য সন্ত্রাসবাদী মহম্মদ ইব্রাহিম জুবিরকে ভারতে ফেরাল অ্যামেরিকা। গত 19 মে-তে বিশেষ উড়ানে এই কুখ্যাত জঙ্গিকে ভারতে ফেরানো হয়। তাকে বর্তমানে পাঞ্জাবের অমৃতসরে কোয়ারানটিন রাখা হয়েছে বলে জানাচ্ছে একটি সংবাদ মাধ্যম।

অ্যামেরিকার আইন পরিষদের মতে 38 বছর বয়সি মহম্মদ ইব্রাহিম জুবির আল কায়দার অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ছিল। সন্ত্রাসবাদে মদত দিতে জঙ্গি সংগঠনটিকে অর্থনৈতিক সাহায্যও করত সে। ইরাকে অ্যামেরিকান সেনাদের উপর হওয়া একাধিক হামলার সঙ্গে জড়িত ছিল সে।

আইন পরিষদের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ইব্রাহিম একজন ভারতীয় নাগরিক। ইঞ্জিনিয়ারিং পড়তে অ্যামেরিকায় যায় সে। 2001 থেকে 2005 পর্যন্ত ইউনিভার্সিটি অব ইলিনস আরবানায় পড়াশোনা করে। এরপর 2006 সালে ওহিয়ো প্রদেশের টোলোডোতে যায়। সেখানে একজন অ্যামেরিকান মহিলাকে বিয়ে করে। যার ফলে 2007 সাল থেকেই সে আইনত একজন অ্যামেরিকান নাগরিক হয়ে ওঠে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহম্মদ ইব্রাহিম জুবির আরও কয়েকজনের সঙ্গে দল বেঁধে আল-কায়দার অন্যতম জঙ্গি নেতা আনয়ার আল-আলাকিকে প্রচুর পরিমাণ ডলার পাঠাত। এই কাজে ইব্রাহিমের সঙ্গে ছিল আসিফ আহমেদ (38) ও সুলতানে রুম সলিম (43)। 2009 সাল নাগাদ ইরাক ও আফগানিস্তানে আমেরিকান সেনাদের উপর একাধিক হামলা হয়। ওই হামলাগুলিতে অর্থনৈতিক মদত দিত মহম্মদ ইব্রাহিম জুবির ও তার সঙ্গীরা।

ABOUT THE AUTHOR

...view details