কোঝিকোড়, 8 অগাস্ট: কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 18 জনের । এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, দুবাই থেকে আসা এই বিমানের (IX-1344) দুই পাইলটেরই মৃত্যু হয়েছে ৷ নিহত পাইলটদের নাম উইং কমান্ডার ক্যাপ্টেন দীপক বসন্ত শাঠে এবং ক্যাপ্টেন অখিলেশ। বন্দে ভারত মিশনের আওতায় মোট 184 জন যাত্রী ও 7 জন বিমান কর্মীকে নিয়ে দুবাই থেকে ফিরছিল এই বিমান । এই দুর্ঘটনার পরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দুটি তদন্ত দল গঠন করল ৷ তদন্তকারী দুটি দলই শুক্রবার রাতেই ঘটনাস্থানের উদ্দেশে রওনা দেয় ৷ এই দুই তদন্তকারী দলে আছেন এয়ার ইন্ডিয়া , AAI ও AAIB বিশেষজ্ঞরা ৷ এই দুর্ঘটনার পরে কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে ওয়ান জ়িরোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, রানওয়েটি ঢালু এবং তারপর প্রায় দুশো মিটার গভীর উপত্যকা ৷ অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি ছিটকে গিয়ে পাশের জমিতে আছড়ে পড়ে । বিমানে আগুন ধরে না যাওয়ায় আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা । শুক্রবার রাতে এই ঘটনার সময় ওই বিমানে মোট 184 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 10 শিশুও ছিল। যাত্রী ছাড়াও বিমানে 2 জন পাইলট ও 5 জন কেবিন ক্রু ছিলেন ।