পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পর্নোগ্রাফির বিপদ দেশবাসীকে বুঝতে হবে : কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী আজ বলেন, ‘‘পর্নোগ্রাফি, বিশেষত চাইল্ড পর্নোগ্রাফি অত্যন্ত ভয়ঙ্কর ৷ এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও রাজ্য পুলিশ একযোগে কাজ করছে ৷’’

Ravi Shankar on child pornography
কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর

By

Published : Feb 5, 2020, 6:33 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : পর্নোগ্রাফি দেশের জন্য বিপজ্জনক ৷ বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য সব রাজ্য সরকার, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করছে ৷ আজ সংসদে একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সংসদে প্রশ্ন করেন, ভুয়ো খবর রোধ, চাইল্ড পর্নোগ্রাফি বন্ধ করতে কেন্দ্রীয় সরকার কী কী ব্যাবস্থা গ্রহণ করেছে? যদি গ্রহণ করে থাকে তাহলে সেসব ক্ষেত্রে শাস্তি দেওয়া হয়েছে কি না ? তারই উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘পর্নোগ্রাফি, বিশেষত চাইল্ড পর্নোগ্রাফি অত্যন্ত বিপজ্জনক ৷ এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও রাজ্য পুলিশ একযোগে কাজ করছে ৷’’

তিনি জানান, সোশাল মিডিয়ার অপব্যবহার ও চাইল্ড পর্নোগ্রাফির ক্ষেত্রে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে দেশের মানুষকেও এর বিপদ বুঝতে হবে বলে মনে করেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রতিশোধের জন্যও পর্নোগ্রাফিকে ব্যবহার করা হচ্ছে ৷ এসবের বিরুদ্ধে গোটা সমাজ, দেশ, রাজনীতিক সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী৷

ABOUT THE AUTHOR

...view details