অযোধ্যা, 31 জুলাই : আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল অযোধ্যার মনিরাম দাস চাবানি মন্দিরে পুজো দিলেন ।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল বলেন, "চাইলে যে কেউ এখানে পুজো দিতে পারেন । আগামী 5 অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসছেন । তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই অযোধ্যাকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।"
তিনি আরও জানিয়েছেন, আগামী 5 তারিখে প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । ভূমি পুজোয় অংশ নেবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা এবং RSS-র প্রধান মোহন ভাগবত । ভূমি পুজোর পর থেকেই শুরু হবে রাম মন্দির তৈরির কাজ ।
সুপ্রিম কোর্টের রায় অনুসারে, চলতি মাসেই দ্বিতীয় বৈঠক সম্পন্ন করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ।
চলতি বছরের মার্চ মাসে রাম লাল্লার অস্থায়ী মূর্তি গড়া হয় । গত বছরের 9 নভেম্বর, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, রাম মন্দির নির্মাণের জন্য জায়গাটি কেন্দ্রীয় সরকারকে হস্তান্তর করতে হবে ।