দিল্লি, 20 অগাস্ট: কোরোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ আজ দুপুরে একথা নিজেই টুইট করে জানান তিনি ৷ গজেন্দ্র সিং শেখাওয়াতকে নিয়ে এই নিয়ে ছ'জন কেন্দ্রীয় মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷ যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের কোরোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি ৷
কেন্দ্রীয় মন্ত্রী টুইটারে লেখেন, "কিছু উপসর্গ লক্ষ্য করার পর আমি কোরোনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ চিকিৎসকের পরামর্শ মতো হাসপাতালে ভরতি হচ্ছি ৷ অনুরোধ করছি, আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা অবশ্যই কয়েকদিনের জন্য কোয়ারানটিনে যাবেন এবং টেস্ট করিয়ে নেবেন ৷ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"