হায়দরাবাদ, 3 জুন : দেশ ও রাজ্যের উন্নতির স্বার্থে NDA-তে যোগ দিন । তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা TRS প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR) ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ।
লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA । তাদের দখলে এসেছে 353টি আসন । তা সত্ত্বেও আঠওয়ালে বলছেন, "আমাদের কারোর হাত ধরার দরকার নেই । কিন্তু, আপনারা NDA-তে এলে ভালো । রাজ্যের উন্নয়ন জোরদার হবে ।" এর আগে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহও বলেছিলেন, "সব দলের জন্যই NDA-র দরজা খোলা ।"