পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল - কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী

কয়েকদিন আগে ভাবিজি নামে এক পাপড়ের প্রশংসা করেছিলেন অর্জুন রাম মেঘওয়াল ৷ সেদিন তিনি বলেছিলেন, এই পাপড় খেলে না কি কোরোনা থেকে দূরে থাকা যাবে ৷

Arjun Ram
অর্জুন রাম মেঘওয়াল

By

Published : Aug 9, 2020, 12:58 AM IST

দিল্লি, 9 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে দিল্লির AIIMS-এ ভরতি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ এই নিয়ে চারজন কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে কোরোনার হদিস পাওয়া গেল ৷

নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটবার্তায় জানিয়েছেন মেঘওয়াল ৷ তিনি লেখেন, ''উপসর্গ দেখা দেওয়ায় আমি কোরোনা পরীক্ষা করাই ৷ প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসে ৷ দ্বিতীয়বার পজ়িটিভ আসে ৷ আমি ভালো আছি ৷ তবে AIIMS-এ চিকিৎসাধীন রয়েছি ৷ বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ৷''

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি পাপড় কম্পানির প্রশংসা করে খবরের শিরোনামে এসেছিলেন অর্জুন রাম মেঘওয়াল ৷ ভাবিজি নামে ওই পাপড়ের গুণগান গেয়ে তিনি জানিয়েছিলেন, এই পাপড় খেলে না কি কোরোনা থেকে দূরে থাকা যাবে ৷

গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চোধুরি ৷ যোধপুরের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷ এই দুইজন ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধান কোরোনায় আক্রান্ত ৷ তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷

ABOUT THE AUTHOR

...view details