পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আধাসামরিক বাহিনীতে রূপান্তরকামীদের নিয়োগের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রকের - আধা সামরকিবাহিনীতে রূপান্তরিতদের নিয়োগ

রূপান্তরকামীদের আধাসামরিক বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্টস পদে নিয়োগের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রকের । CRPF, ITBP, SSB, CISF এবং অসম রাইফেল কর্তৃপক্ষকে এনিয়ে তাদের মন্তব্য পাঠানোর জন্য বলা হয়েছে । তাদের মতামত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

uhm
uhm

By

Published : Jul 3, 2020, 4:20 AM IST

দিল্লি, 2জুলাই : রূপান্তরকামীদের আধাসামরিক বাহিনীতে নিয়োগের উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক । অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্টস(AC) পদে তাঁদের নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের 1 জুনের একটি চিঠিতে রূপান্তরকামীদের আধাসামরিক বাহিনীতে নিয়োগের বিষয়ে উল্লেথ করা হয়েছে । সেই চিঠিতে সই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি এস মুথু কুমার ।

চিঠির সাবজেক্ট লাইনে "সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস(অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্টস)এগজ়ামিনেশন, 2020-কমেন্টস অন দা ড্রাফট রুলস রিগার্ডিং" – উল্লেখ করা হয় ।রূপান্তরকামীদের "তৃতীয় লিঙ্গ" হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে । CRPF, ITBP, SSB, CISF এবং অসম রাইফেল কর্তৃপক্ষকে তাদের মন্তব্য পাঠানোর জন্য জানানো হয়েছে । তাদের মতামত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট) পরীক্ষা, 2020 পরিকল্পনা করা হচ্ছে । স্টাফ সার্ভিস কমিশন (SSC) এই পরীক্ষা নেবে বলে একটি সরকারি সূত্রের তরফে জানানো হয়েছে । AC-র গ্যাজ়েটেড অফিসার ব়্যাঙ্কে নিয়োগের পরীক্ষা নেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, 7,859জন অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট রয়েছেন CAPF-এ । CRPF-এ রয়েছেন 3,054জন । 1,888জন অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট রয়েছেন BSF-এ । ITBP-এর 716জন । CISF-র 725 এবং SSB-র 542জন অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details