পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''গরিবের অধিকার নিয়ে রাজনীতি বন্ধ করুন'', মমতাকে কটাক্ষ শাহের

গরিবদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit shah
Amit shah

By

Published : Jun 9, 2020, 12:52 PM IST

দিল্লি, 9 জুন : আজ অনলাইন র্যালিতে রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে সরব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন," পশ্চিমবঙ্গের গরিব মানুষদের কি বিনামূল্যে ওষুধ পাওয়ার কোনও অধিকার নেই? "

রাজ্য তথা দেশে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই কিছুটা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজনীতির ময়দানে ফিরেই সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অমিত শাহ বলেন, " মমতাজি, আপনার রাজ্যের গরিব মানুষদের কি বিনামূল্যে উন্নত মানের ওষুধ পাওয়ার কোনও অধিকার নেই? তাহলে রাজ্যে কেন আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদিত নয়? "

রাজনীতি তরজা টেনে তিনি আরও বলেন, "মমতাজি, গরিবের অধিকার নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনি অনেক বিষয় নিয়ে রাজনীতি করতে পারেন, কিন্তু গরিবদের নিয়ে কেন করছেন? "

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্গত 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে স্বাস্থ্য যোজনার অন্তর্ভুক্ত করা হয়। 2018 সালে এই প্রকল্পের সূচনা হয়।

ABOUT THE AUTHOR

...view details