পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

নির্দিষ্ট দিনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ সেখানে কাশ্মীর নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে সূত্রের খবর ৷

By

Published : Aug 5, 2019, 5:04 AM IST

কেন্দ্রীয় মন্ত্রিসভা

দিল্লি, 5 অগাস্ট : আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ সকাল 9টা 30 মিনিটে সাত লোক কল্যাণ মার্গে বৈঠক শুরু হবে ৷ এর আগে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকও হতে পারে বলে সূত্রের খবর ৷ সেখানে কাশ্মীর নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে ৷

রাত বাড়তেই শ্রীনগরে জারি করা হয় 144 ধারা ৷ জম্মুতেও 144 ধারা জারি করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ফোন ও ইন্টারনেট পরিষেবা ৷ কাশ্মীরের কিছু অংশে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির গৃহবন্দী হওয়ার খবর আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷

এই সংক্রান্ত আরও খবর :অনির্দিষ্টকালের জন্য শ্রীনগরে জারি 144 ধারা

এর আগে গতকাল সকাল থেকেই দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কখনও বৈঠক করেন স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ৷ কখনও ডেকে নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ৷ আবার কখনও তাঁর সঙ্গে বৈঠক করতে দেখা যায় গোয়েন্দা প্রধান ও RAW প্রধানকে ৷

এই সংক্রান্ত আরও খবর :উপত্যকায় উত্তেজনার মধ্যেই ডোভালের সঙ্গে বৈঠক অমিতের

আর এই পরিস্থিতির মাঝেই নির্দিষ্ট দিনের আগেই ডাকা হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ৷ এদিকে সংসদের অধিবেশন শেষ হলেই অমিত শাহ কাশ্মীরে যেতে পারেন বলে সূত্রের খবর ৷

এই সংক্রান্ত আরও খবর :পাঠানসহ শতাধিক ক্রিকেটারকে শ্রীনগরের ক্রিকেট শিবির ছাড়ার নির্দেশ

কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরে দফায় দফায় অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয় ৷ এরই মধ্যে অমরনাথ যাত্রায় জঙ্গিরা হামলার ছক কষছিল বলে গোয়েন্দা সূত্রে খবর আসে ৷ এরপরই কাশ্মীর ছাড়তে বলা হয় তীর্থযাত্রী ও পর্যটকদের ৷ আর শুক্রবার পাকিস্তান সেনার মদতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করা হয় ৷ ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় পাঁচজনের ৷

এই সংক্রান্ত আরও খবর :অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

ABOUT THE AUTHOR

...view details