পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ প্রধানমন্ত্রীর বাসস্থানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক - PM narendra modi

আনলক-3 শুরু হওয়ার আগে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক । বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা । আজ সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসস্থানেই বৈঠক হবে ।

Union cabinet meeting
Union cabinet meeting

By

Published : Jul 29, 2020, 11:05 AM IST

দিল্লি, 29 জুলাই : আনলকের তৃতীয় পর্যায় শুরু হবে অগাস্টে । সেইক্ষেত্রে লকডাউনের বিভিন্ন ক্ষেত্রে কী কী পরিবর্তন আনবে তার সিদ্ধান্ত নেবে কেন্দ্র । এই আনলক-3 শুরু হওয়ার আগে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক । বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা ।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসস্থানে হবে বৈঠক । কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে । লকডাউনের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । ইতিমধ্যেই আনলক-3-এ কী চায়, সেই বিষয়ে মতামত জানিয়েছে একাধিক রাজ্য ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আনলকের তৃতীয় পর্যায়ে দিল্লিতে সিনেমা হল, মেট্রো এবং জিম আবার খোলা হোক ।

এর আগে 8 জুলাই শেষবার মন্ত্রিসভার বৈঠক হয় । সেই বৈঠকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে দুঃস্থ মানুষের খাদ্যসামগ্রী প্রদানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় । জানানো হয়, আগামী আরও পাঁচমাস 81 কোটি মানুষকে 203 লাখ টন রেশনসামগ্রী দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details