পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

9 হাজার কিমি নতুন ইকোনমি করিডর তৈরির প্রস্তাব - ভারত বাজেট ২০২০

রেলের পরিকাঠামোর উন্নয়নে বাজেটে করা ঘোষণাগুলির মধ্যে অন্যতম নতুন ইকোনমি করিডর তৈরি ও রেললাইনের বৈদ্যুতিকরণ ।

image
রেল বাজেট

By

Published : Feb 1, 2020, 12:38 PM IST

Updated : Feb 1, 2020, 4:20 PM IST

দিল্লি, 1 ফ্রেব্রুয়ারি : বাজেটে রেলের পরিকাঠামোর উন্নয়নে একাধিক ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এই ঘোষণাগুলির মধ্যে অন্যতম নতুন ইকোনমি করিডর তৈরি ও রেললাইনের বৈদ্যুতিকরণ । উল্লেখযোগ্য ঘোষণাগুলি হল -

বাজেটে রেলের ঘোষণা

1) রেলে বেশি করে ইকোনমি করিডোর করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ সারা দেশে মোট 9 হাজার কিমি ইকেনমি করিডোর করা হবে বলে জানান তিনি ৷

2) রেলের জমিতেই রেলের নতুন লাইন করা হবে বলে জানান তিনি ৷ রেল সম্প্রসার করার জন্য আরও রেললাইনে জোর দিল সরকার ৷

3) দেশে বেশি করে রেল লাইনগুলিকে বৈদ্যুতিকরণে জোর দিলেন অর্থমন্ত্রী ৷ 27 হাজার কিমি রেল লাইনকে বিদ্যুতিকরণের প্রস্তাব দেওয়া হল ৷

4) দেশের উল্লেখযোগ্য স্থানের সঙ্গে যোগাযোগ বাড়াতে তেজসের মতো দ্রুত গতির ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বাজাটে ৷ ফলে দেশের বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্য স্থানের মধ্যে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে ৷

5) বেশি করে সৌরবিদ্যুতের ব্যবহারের জোর ৷ রেলের লাইন বরাবর সোলার প্যানেল বসানোর প্রস্তাব ৷ জ্বালানি ও পরিবেশ বাঁচাতে এই উদ্যোগ সরকারের ৷

রেলের পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রস্তাব
Last Updated : Feb 1, 2020, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details