পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজেট 2020 : ব্রিফকেস না লাল শালু, কীসে আসছে বাজেটের নথি? - Budget 2020 Highlights

ব্রিফকেস না লাল শালু? না কি অন্য কিছু? আজ বেলা 11 টায় পেশ হবে এবছরের সাধারণ বাজেট ৷ গতবারের মতো এবারেও কী সেই অশোক স্তম্ভ খোচিত লাল শালুতে মোড়া বাজেট নথি ঢুকবে সংসদ ভবনে?

Budget 2020
ফাইল ছবি

By

Published : Feb 1, 2020, 5:35 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য বাজেট পেশের দায়িত্ব পেয়ে গতবছর সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ঐতিহ্যবাহী ব্রিফকেসের বদলে লাল শালুতে বাজেটের নথি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন তিনি ৷ পাশ্চাত্য প্রথার বদলে পুরোপুরি ভারতীয়ত্বের মোড়কে ঢাকা ছিল গতবারের বাজেটের নথি ৷ আজ নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেট পেশ ৷ এবারও কি লাল শালুতেই মোড়া থাকবে বাজেটের নথি?

ভারতীয়ত্ব, ভারতীয় সংস্কৃতির ধারা বজায় রাখাই যে কেন্দ্রের লক্ষ্য তারই জানান দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাই বাদ পড়েছিল ব্রিফ কেস । বাজেট এসেছিল লাল শালুতে ৷

আরও পড়ুন : বাজেট 2020 : বাজেট ব্রিফকেসের যাত্রা

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন সেই সময়ে বলেছিলেন, "চারটি লাল কাপড়ে মোড়া রয়েছে নথি, এটাই ভারতীয় ঐতিহ্য । লাল শালুতেই পশ্চিমি দাসত্ব থেকে মুক্তি মিলল । এটা আসলে বাজেট নয়, এটা বাহি খাতা (খতিয়ান) ৷"

আরও পড়ুন : বাজেট 2020 : আরও ব্যয় করুন, সঠিক ব্যয় করুন

আজ বেলা 11 টায় দ্বিতীয়বারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন ৷ একদিকে আর্থিক বৃদ্ধির গতি বাড়ানোর চাপ, অন্যদিকে কেন্দ্রীয় কোষাগারের ঘাটতি ৷ এমত অবস্থায় আমজনতার প্রত্যাশা কতটা পূরণ করতে পারবনে তিনি? কতটা জনমোহিনী হবে এবারের বাজেট? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টায় ৷

ABOUT THE AUTHOR

...view details