পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আয়কর রিটার্নে হয় আধার, নয় প্যান; জানালেন নির্মলা

হয় আধার, নয়তো প্যান কার্ড। আয়কর রিটার্নের ক্ষেত্রে যে কোনও একটা থাকলেই হবে । জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আয়কর রিটার্নে হয় আধার, নয় প্যান, জানালেন নির্মলা

By

Published : Jul 5, 2019, 2:08 PM IST

দিল্লি, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে আজ বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট ।
দেশের আয়করদাতাদের জন্য সুখবর । হয় আধার, নয়তো প্যান কার্ড যে কোনও একটা থাকলেই হবে । আয়কর রিটার্নের ক্ষেত্রে এই সুবিধার কথা জানালেন নির্মলা সীতারামন ।
নতুন এই আইন এন্ট্রি লেভেল করদাতাদের জন্য প্রযোজ্য হবে । যাঁদের আধার আছে, অথচ প্যান কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম ।

আয়কর রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল । আধার আসার ফলে প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হয় ।

সুপ্রিম কোর্টের তরফেও বলা হয়েছে, আধার বাধ্যতামূলক নয় । 2018-2019 অর্থবর্ষে আয়কর সংগ্রহ হয়েছে 11.37 লাখ কোটি টাকা । অপরিবর্তিত থাকছে করের হার । দেশের আয়করদাতাদের দায়িত্বশীল বলে আজ বারবার ধন্যবাদ জানান নির্মলা ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details