শ্রীনগর, 3 জুলাই : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মালবাগ এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির ৷ এই সংঘর্ষে এক CRPF জওয়ানও শহিদ হয়েছেন ৷
স্থানীয় একটি স্কুলে তিন জঙ্গি লুকিয়ে আছে, এই খবর পেয়ে রাতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনেরাল দিলবাগ সিং বলেন, "নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সিটি পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ ও CRPF যৌথভাবে তল্লাশি চালায় ৷ গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ শেষ 48 ঘণ্টায় এই নিয়ে তিনবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হল ৷"