পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুঞ্চ সেক্টরে মর্টার শেল ফেলল পাকিস্তান - পুঞ্চ সেক্টর

অপরদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালাকোট সেক্টরকে লক্ষ্য করেই মর্টার শেল গুলো ফেলা হয় । সেনাবাহিনী সূত্রের খবর, মর্টার শেলগুলো সফলভাবেই নিষ্ক্রিয় করা হয়েছে ।

Jammu Kashmir
Jammu Kashmir

By

Published : Sep 18, 2020, 9:54 PM IST

জম্মু, 18 সেপ্টেম্বর : জম্মু - কাশ্মীরে ফের মর্টার শেল ফেলল পাক সেনারা । এদিন জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার শেল ফেলে পাক সেনারা । সূত্রের খবর, মর্টার শেল গুলো নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনাবাহিনী । অপরদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালাকোট সেক্টরকে লক্ষ্য করেই মর্টার শেল গুলো ফেলা হয় । সেনাবাহিনী সূত্রের খবর, মর্টার শেলগুলো সফলভাবেই নিষ্ক্রিয় করা হয়েছে । ঘটনায় কেউ নিহত হয়নি বলেও জানা গিয়েছে ।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে । পাকিস্তানের তরফে বার বার সংর্ঘষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। এদিন জম্মু কাশ্মীরের হাইওয়ের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক । ঘটনায় 2জনকে গ্রেপ্তার করা হয় । কাশ্মীর পুলিশ সূত্রের খবর, ধৃতরা লস্কর ই তইবার সদস্য । জানা গিয়েছে প্রায় 52 কেজি মতো বিস্ফোরক উদ্ধার হয়েছে । উল্লেখ্য, যেই জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে তার ঠিক কিছু দূরেই 2019 সালে পুলওয়ামা হামলার ঘটনা ঘটে । এক্ষেত্রেও জঙ্গিদের সে-রকম কোনও পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছে সেনাবাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details