পটনা, 28 সেপ্টেম্বর : সামনেই বিহারের বিধানসভা নির্বাচন । ভোটের দামামা বেজে গিয়েছে । জেতার সুযোগকে হাত ছাড়া করতে চায় না কেউই । আর তাই নির্বাচনকে পাখির চোখ করে আদা জল খেয়ে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। নির্বাচনের রণকৌশল ঠিক করতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সব দলের অন্দরে । ভোটের আগে একগাদা প্রতিশ্রুতিগুচ্ছ ভোটারদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যে এক মোক্ষম চাল তা আর আলাদা করে বলে দিতে হয় না । ঢাক পিটিয়ে সেই কাজে কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি ।
নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু করে দিয়েছেন বিহারের মুখমন্ত্রী তথা বর্তমান শাসক দলের (জনতা দল ইউনাইটেড-JDU) সুপ্রিমো নীতীশ কুমার । বসে নেই প্রধান বিরোধী পক্ষ রাষ্ট্রীয় জনতা দলও (RJD) । ভোটের গুটি সাজাতে ব্যস্ত তেজস্বী যাদব । নেমে পড়েছেন প্রচারে । দুই দলেরই এখন পাখির চোখ বেকার যুব সম্প্রদায় । তাঁদের ভোটেই বাজিমাত করতে চাইছেন দুই দলের নেতা । JD(U) এবং RJD দুই দলই 15 বছর ধরে বিহারের ক্ষমতায় থেকেছে ।
ফের ক্ষমতায় আসলে 'সাত কর্মসূচি-পার্ট 2' মেনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নীতিশ কুমার । যুব শক্তি বিহার কী প্রগতি কর্মসূচির আওতায় যুবকদের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত করতে সরকার ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি । এছাড়াও কৌশল বিকাশ যোজনার আওতায় (দক্ষতা উন্নয়ন প্রকল্প) আরও বেশি যুবক সুযোগ সুবিধা পাবেন বলে আশ্বাস দেন তিনি । এর জন্য প্রত্যেক জেলায় জেলায় বড় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান তিনি । সেইসব কেন্দ্রে দক্ষতা উন্নয়নে আলাদা আলাদা বিভাগও খোলা হবে । যুব সম্প্রদায়কে সমস্ত রকম সহায়তা প্রদানে আশ্বাস দেন মন্ত্রী ।