প্রয়াগরাজ, 9 মে: আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রধানমন্ত্রীর র্যালিতে কালো পতাকা দেখাল এক যুবক। অভিযুক্ত যুবকের বক্তব্য, বেকার যুবকদের চাকরির দাবিতে সে এই কাজ করেছে । বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলেছে । এই আওয়াজকে কোনও ভাবেই দমানো যাবে না । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ।
প্রয়াগরাজে মোদিকে কালো পতাকা, আটক যুবক - narendra modi
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মোদিকে কালো পতাকা দেখাল এক যুবক । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
নরেন্দ্র মোদি (ফাইল ফোটো)
BJP-র কর্মী-সমর্থকরা ওই যুবককে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে । ঘটনাস্থানে মোতায়েন পুলিশ উত্তেজিত জনতার মারের হাত থেকে কোনওরকমে ওই যুবককে বাঁচিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যায় । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
Last Updated : May 9, 2019, 11:33 PM IST