পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেরাদুনে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

দুর্ঘটনাস্থানে এসে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী । যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয় । এখনও পর্যন্ত 20 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে ।

rishikesh news
দুর্ঘটনাস্থানের ছবি

By

Published : Nov 22, 2020, 8:43 PM IST

Updated : Nov 22, 2020, 11:12 PM IST

দেরাদুন, 22 নভেম্বর : দেরাদুনে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু । দেরাদুনের শিবপুরীর কাছে ঋষিকেশ-শ্রীনগর রোডের উপর দুর্ঘটনাটি ঘটে । সেতুটিতে তখন কাজ করছিলেন শ্রমিকরা । ধ্বংসস্তুপের তলায় অনেক শ্রমিক আটকে পড়েন । দুর্ঘটনাস্থানে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী । যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয় । এখনও পর্যন্ত 20 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে ।

উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে 4 জনকে ঋষিকেশের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । 10 জনকে পাঠানো হয়েছে ঋষিকেশ AIIMS-এ । বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক তেহরি ব্রিজেশ ভাট জানিয়েছেন, খবর পাওয়া মাত্র উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থানে পাঠানো হয় । ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি । দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।

এদিকে আজ সন্ধে থেকেই সেতুটির নির্মাণকাজের দায়িত্বে থাকা দীনেশ বিজলাওয়ানকে ফোনে পাওয়া যাচ্ছে না । দুর্ঘটনার বিষয়ে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি । এই পরিস্থিতিতে সেতুটির কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Last Updated : Nov 22, 2020, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details