পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CAA : হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন - নাগরিকত্ব সংশোধনী আইন

CAA নিয়ে এবার নিজেদের হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ৷ আর এতেই বেজায় চটেছে দিল্লি ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট

By

Published : Mar 3, 2020, 3:22 PM IST

দিল্লি, 3 মার্চ : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে বিগত এক সপ্তাহ ধরে অগ্নিগর্ভ হয়ে ছিল রাজধানী ৷ এরইমধ্যে CAA-র বিষয়ে নিজেদের হস্তক্ষেপের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ৷ গতকালই রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফে এই বার্তা দেওয়া হয়েছে জেনেভার ভারতীয় দূতাবাসের কাছে ৷

বিষয়টি যে দিল্লির তরফে ভালোভাবে দেখা হচ্ছে না, তা আজ সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷ বললেন, "নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ সংবিধান অনুযায়ী, কোনও আইন প্রণয়ন করা হবে কি না তা সংসদের সার্বভৌম অধিকারের অন্তর্ভুক্ত ৷ অন্য কোনও দেশ ভারতের সার্বভৌম ইশুতে হস্তক্ষেপ করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে না ৷"

তিনি আরও বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন সংবিধানসিদ্ধ এবং সাংবিধানিক মূল্যবোধ মেনেই এই আইন প্রণয়ন করা হয়েছে ৷ দেশভাগের পর থেকে মানবাধিকার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের ইঙ্গিত দেয় এই আইন ৷ ভারত একটি গণতান্ত্রিক দেশ ৷ আমাদের বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে ৷ আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এর যোগ্য জবাব দেবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details