পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ - দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ

দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ ৷

Umar Khalid arrested in Delhi violence cas
দিল্লি হিংসা

By

Published : Sep 14, 2020, 6:10 AM IST

Updated : Sep 14, 2020, 9:08 AM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর: দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷

দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ উঠেছে উমরের বিরুদ্ধে ৷ তদন্তের স্বার্থে এর আগে 1 অগাস্ট উমর খালিদকে জেরা করা হয়েছিল ৷ ফের জেরা করা হয় রবিবার ৷ জেরা চলে প্রায় 11 ঘণ্টা ৷

এরপর রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনে (UAPA) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর আগে খালিদ সাইফিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ ৷

দিল্লি পুলিশে যে চার্জ শিট ফাইল করেছে তাতে বলা হয়েছে, সাসপেন্ডেড AAP কাউন্সিলর তাহির হোসেনের সঙ্গে যোগাযোগ ছিল উমরের ৷ এছাড়াও তদন্তকারী অফিসার জানিয়েছে, দিল্লির শাহিনবাগে গন্ডগোলের প্রায় 1 মাস আগে 8 জানুয়ারি তাহিরের সঙ্গে দেখা করে উমর ৷ এরপর উমর শাহিনবাগের CAA বিরোধী প্রতিবাদ আন্দোলনে খালিদ সইফির সঙ্গে দেখা করে ৷ সেইসময় খালিফকে দেশে ট্রাম্প সফরের সময় আরও বড় আন্দোলনের জন্য তৈরি থাকতে বলে সে ৷

Last Updated : Sep 14, 2020, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details