দিল্লি, 1 অগাস্ট : বাকি আর চার দিন । বুধবার অযোধ্যায় ভূমিপুজো হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের । ভূমিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানি । অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রথম আশা যাঁরা দেখিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন বর্ষীয়ান এই BJP নেতা । আজ ফোন মারফত আমন্ত্রণ জানানো হয় তাঁকে ।
এর আগে লালকৃষ্ণ আডবানি ও মুরলিমনোহর জোশিকে আমন্ত্রণ করা হচ্ছে না বলে গুজব ছড়িয়েছিল । আডবানি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, "আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি । আর আমন্ত্রণ না এলে অনুষ্ঠানে থাকার কোনও প্রশ্নও নেই ।"
এবার সেই জল্পনার অবসান ঘটল । রামলালা ট্রাস্টের সূত্রে খবর, বাকি নেতাদের মতো লালকৃষ্ণ আডবানি ও মুরলিমনোহর জোশিকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে ।
অটলবিহারী বাজপেয়ী ক্ষমতায় আসার আগে থাকতেই BJP রাম মন্দির নিয়ে নির্বাচনী লড়াই শুরু করেছিল । সে সময় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল BJP-র নির্বাচনী ইস্তাহারে ৷ গুজরাতের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করেছিলেন আডবানি ।